১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দূরত্ব বাড়ছে মিত্র দলগুলোর

নিজস্ব প্রতিনিধি:

আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির। এর মধ্যেই আজ (১০ ডিসেম্বর) রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। ২৯টি দলের অংশগ্রহণে হওয়া এই বৈঠকে বিএনপির সাম্প্রতিক প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিত্ররা। পাশাপাশি বিএনপির সঙ্গে দ্রুত বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি ও গণফোরামের শীর্ষ নেতারা। এর মধ্যে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, মোস্তফা জামাল হায়দার, অ্যাডভোকেট এহসানুল হুদা, নুরুল হক নুর, ফরিদুজ্জামান ফরহাদ, সুব্রত চৌধুরীসহ উল্লেখযোগ্য নেতারা ছিলেন।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, বিএনপি যেভাবে দুই ধাপে আসন ঘোষণা করেছে, তাতে দীর্ঘদিনের মিত্রদের উপেক্ষা করা হয়েছে। তিনি মনে করেন, বিএনপি কি ‘একা চলার নীতি’ গ্রহণ করছে, সেটি এখন প্রশ্নের মুখে। বিএনপি মাত্র দুই-চারটি আসন ছাড়বে নাকি মিত্রদের যথাযথভাবে মূল্যায়ন করবে—এটাই আলোচনার মূল বিষয়।

তিনি আরও বলেন, জামায়াত যেখানে নতুন মিত্র বাড়াচ্ছে, সেখানে বিএনপি মিত্রদের বাদ দিচ্ছে—যা রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এতে অনাস্থা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন সামনে থাকলেও বিএনপির সঙ্গে কোনো বাস্তব আলোচনা হয়নি। এরই মধ্যে বিএনপি ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, তাহলে অন্য মিত্ররা কোথায় দাঁড়াবে—এ প্রশ্ন তোলেন তিনি।

বৈঠকে উপস্থিত অন্তত সাতটি দলের নেতা জানান, তারা মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে মূল্যায়ন চান। তাদের ধারণা, বিএনপি আগের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা করেছে। যদিও তারা বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না; বরং দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান প্রত্যাশা করেন।

এরই মধ্যে বিএনপি প্রথম পর্যায়ে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে এবং দ্বিতীয় পর্যায়ে ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে মোট ২৭২ আসনে চূড়ান্ত করেছে। এখনো ২৮টি আসন ফাঁকা রয়েছে, যা শরিকদের জন্য রাখা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে। তবে মিত্রদের অভিযোগ, বিএনপির অনুরোধে তারা প্রার্থী তালিকা দিলেও কোনো আলোচনা ছাড়াই তালিকা ঘোষণা করা হয়েছে। এমনকি ছয়টি আসনে অনিবন্ধিত মিত্রদের ধানের শীষ প্রতীক চাওয়ার বিষয়টিও উপেক্ষিত হয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, মিত্রদের সঙ্গে কোনো টানাপোড়েন চায় না দলটি। যথাযথ মূল্যায়নের মাধ্যমে সবার সমন্বয়ে সমাধানে এগিয়ে যাবে বিএনপি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top