নিজস্ব প্রতিনিধি:
২১ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন সম্পন্ন হয়েছে, তবে শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছেন, যাতে শিশুটির কাছে পৌঁছানো যায়।
জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। প্রথমে একটি স্কেভেটর দিয়ে কাজ শুরু হলেও পরে আরও দুটি স্কেভেটর যুক্ত করা হয়। রাতভর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট অভিযান চালায়।
বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল থেকে উদ্ধারস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে, যাদের সরিয়ে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পোহাতে হচ্ছে। বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা গর্তে কয়েক দফা ক্যামেরা নামিয়ে অনুসন্ধান চালান। তবে ওপর থেকে মাটি ও খড় পড়ে যাওয়ায় শিশুটিকে দেখা যায়নি। দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা গেলেও পরে আর কোনো সাড়া পাওয়া যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, ৩৫ ফুট গভীর পর্যন্ত নেমেও যদি শিশুটিকে পাওয়া না যায়, তাহলে বিকল্প উদ্ধারব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও উদ্ধার অভিযান এক মুহূর্তের জন্যও থামানো হয়নি।