রুবেল ফরাজী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) উপজেলার ভোটকেন্দ্র প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রাক-নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার আশফাকুল রহমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
সভায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, নির্দেশনা বাস্তবায়ন এবং ভোটগ্রহণ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন,— “প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং উপজেলা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব পর্যায়ে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
অন্য বক্তারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব বজায় রেখে শান্তিপূর্ণ, স্বচ্ছ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, শিবচর, মাদারীপুর।