এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি:
দীর্ঘদিন অবহেলিত ফুলগাজী থেকে বক্সমাহমুদ যাতায়াতের একমাত্র যোগাযোগ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
২০০৮ সালের পর থেকে সড়কটিতে কোনো উন্নয়নকাজ না হওয়া এবং ২০২৪ সালের বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ায় বর্তমানে রাস্তাটি বড় বড় গর্ত হয়ে পড়ে রয়েছে।
১০ ডিসেম্বর (বুধবার) সকালে সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে কিসমত টেটেশ্বর মাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
এতে উপস্থিত হয়ে বক্তব্য প্রধান করেন স্থানীয় বাসিন্দা ও ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক, শহিদুল ইসলাম মজুমদার।
শহিদুল ইসলাম মজুমদার বলেন,প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে,দীর্ঘদিন সংস্কার না করায় সড়কে বড় বড় খানা–খন্দ তৈরি হয়েছে। যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত সংস্কার না হলে আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হব।”
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের অভিযোগ করে বলেন, “রাস্তাটির কারণে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। অসুস্থ রোগী নিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়েছে।”
আরেক বাসিন্দা সাইফুল ইসলাম জানান, সড়কটি ফুলগাজী ও পরশুরামের মাঝামাঝি অবস্থানে হওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে। তিনি দ্রুত সড়ক সংস্কারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে পরশুরাম উপজেলা এলজিডি কর্মকর্তা শাহ আলম ভূঁইয়া বলেন, “ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কারের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি দ্রুতই কাজ শুরু করা হবে।