১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আগের দিনও কিছুটা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও আজ পরিস্থিতি আরও কঠোর করা হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার আগেই ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, তল্লাশি ব্যবস্থা, ব্যারিকেড স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনে প্রবেশ ও আশপাশের চলাচলও সীমিত করা হয়েছে।

তফসিল ঘোষণার মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, দাখিল ও প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত হবে। একই সঙ্গে প্রার্থীদের আচরণবিধি, ভোটারদের জন্য নির্দেশনা এবং নির্বাচনসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top