১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৩৩ ঘণ্টা পর তানোরে নলকূপের গর্ত থেকে জীবিত উদ্ধার শিশু সাজিদ

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে টানা ৩৩ ঘণ্টার অভিযান শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। তাজুল ইসলাম চৌধুরী জানান, কূপের প্রায় ৫০ ফুট গভীরতা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

শিশুটি জীবিত রয়েছে কি না—এ বিষয়ে তিনি জানান, এটি চিকিৎসকরাই নিশ্চিত করবেন। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top