১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ – উভয় পক্ষের সংঘর্ষে আহত ৮ জন

এম এম রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড গ্রামের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮ জন। গুরুতর ৬ জন আহত সহ ৮ জনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মোঃ মশিউর রহমান বাবুল মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মশিউর রহমান মোল্লার সাথে প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লার সাথে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিবাদমান সম্পত্তিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। ১১ ডিসেম্বর সকাল ৭ টায় সময় প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লার, বারেক মোল্লা, আঃহালীম মোল্লার নেতৃত্বে রাশেদ ও আব্দুল্লাহ সহ আর ছয়-সাতজনের একটি দল প্রতিপক্ষ মশিউর রহমানের মালিকানাধীন ইট নিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।

এ বিষয় মশিউর রহমান(৫৬) বাধা দিলে প্রতিপক্ষ হামলা চালায় এ সময় আরো গুরুতর আহত হন, কামরুন নাহার (৪৫),মতিউর রহমান (৪২) মাসুদা খানম (৫৩) খাদিজা বেগম (৪৫) পারভিন আক্তার (৪০)গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ সময় অপর পক্ষের আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহানা রহমান আনিকা (২২)।

এ বিষয়ে আব্দুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ ফারুক হোসেন জানান, এ বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top