১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে দুইটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদি গ্রামে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে দুইটি বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার শিকার হন একই গ্রামের আব্দুল জলিল মন্ডল এবং আশরাফ আলী মন্ডলের পরিবার।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, ভোর ছয়টার দিকে হঠাৎ করেই ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র–রামদা, হাতুড়ি, লোহার রড, বাঁশ ও কাঠের লাঠি নিয়ে দুই বাড়িতে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর এবং ঘরের চাঙে রাখা প্রায় ১০০ মণ পেঁয়াজ, কয়েক লাখ টাকা, ৩০–৩৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


আব্দুল জলিল মন্ডল জানান,”ফজরের আজানের পরপরই শতাধিক দুর্বৃত্ত হঠাৎ আমাদের বাড়িতে ঢুকে পড়ে। তারা ঘরের টিন কুপিয়ে, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করে। পেঁয়াজের চাং ভেঙে প্রায় ১০০ মণ পেঁয়াজ, স্বর্ণালংকার, টাকা-পয়সা ও জমির কাগজপত্র লুট করে নিয়ে যায়। তাদের হাতে রামদা, রড ও লাঠি থাকায় কেউ বাধা দিতে পারেনি।”

অপর ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আশরাফ মন্ডল বলেন,”আমি অসুস্থ রোগী নিয়ে ফরিদপুরে ছিলাম। বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় দুর্বৃত্তরা আমার বাড়িতেও হামলা চালায়। ঘরে থাকা নগদ টাকা, ১টি গরু, ১টি ছাগলসহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। আমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
হামলায় দুই পরিবারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top