মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ১১ ডিসেম্বর ‘নান্দাইল মুক্ত দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নান্দাইল উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ।
এছাড়াও কর্মসূচিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা তনিমা বণিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।