১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মৃত্যুবরণ করল শিশু সাজিদ

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর বেঁচে নেই। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলেও তার আগেই মৃত্যু হয়েছিল।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পর নিশ্চিত হওয়া যায় শিশুটি জীবিত নেই।

বুধবার দুপুরে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় দুই বছরের সাজিদ। সে মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল, আর খড়ের নিচেই ছিল বিপজ্জনক ওই গর্ত। হাঁটার সময় সাজিদ নিচে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে আসেন এবং খড় সরাতেই গর্তটি চোখে পড়ে।

স্থানীয়রা জানান, গত বছর একজন ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় কাজটি পরিত্যক্ত হয়। খোলা অবস্থায় রেখেই রাখা হয় পাইপের গর্তটি। পরবর্তী সময়ে বৃষ্টিতে গর্তটি আরও বড় হয়। কোনো সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top