১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারকচক্রের মূল হোতা গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতা মো. সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু (২৫) গ্রেফতার হয়েছে। ভিসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার মানুষকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, গত ৯ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জ থানার বাসিন্দা নিজাম উদ্দিন (৫৬) সহ মোট ৮৫ জন ভুক্তভোগী ১ কোটি ২৭ লাখ টাকা প্রতারণার শিকার হওয়ার তথ্য জেলা গোয়েন্দা শাখায় জানান। এ ঘটনায় পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশে ডিবি পুলিশ অনুসন্ধান শুরু করে এবং অভিযোগের সত্যতা পায়।

পরে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সৈয়দপুর উপজেলার খালিসা ধুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতা সোহেল রানা বাবুকে গ্রেফতার করে।

অভিযানে উদ্ধারকৃত আলামত আসামির বাড়ির পেছনের রুম থেকে উদ্ধার করা হয়— ১৯টি জাল পাসপোর্ট, টাকা–পাসপোর্ট লেনদেনের রেজিস্টার খাতা, অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক প্রতিষ্ঠানের জাল আইডি কার্ড, আব্দুর রাজ্জাক নামীয় একটি আইডি কার্ড, জাল কানাডিয়ান মুদ্রার তিন বান্ডিল—১০০০ ডলারের ৩৫টি নোট,
৫০০ ডলারের ৩৭টি নোট, ১০০ ডলারের ৩২টি নোট, অন্যান্য দেশের জাল মুদ্রার দুটি বান্ডিল—মোট ১১০টি নোট এবং প্রতারণায় ব্যবহৃত একটি ল্যান্ড ফোন সেট।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্বীকার করেন, তিনি এবং তার সহযোগীরা কানাডার ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশ, নগদ ও ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ টাকা গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, বিভিন্ন দেশের জাল বৈদেশিক মুদ্রা তৈরি, সংরক্ষণ ও প্রতারণায় ব্যবহার করতেন।

অভিযানের সময় আসামি ও সহযোগীরা সরকারি কাজে বাধা সৃষ্টি, হুমকি প্রদান এবং পুলিশকে আঘাত করার ঘটনাও ঘটে। এ কারণে প্রতারণা, জালিয়াতি, প্রতারণায় ব্যবহৃত মুদ্রা সংরক্ষণসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক একাধিক মামলা রুজু করা হয়েছে।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top