১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুরে অভিযানে জব্দ ২০০ ফুট কারেন্ট জাল, আগুনে ভস্মীভূত

মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
বন্যপ্রাণী সংরক্ষণে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।

সদর উপজেলার কামারিয়া-দিঘারপার বিল সংলগ্ন ধানক্ষেতে পাখি শিকারের উদ্দেশ্যে পেতে রাখা প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের কারেন্ট জাল (মিস্ট নেট) উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত জনতার সামনে এই অবৈধ জাল সম্পূর্ণ পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এটির পুনর্ব্যবহার সম্ভব না হয়।
অভিযানকালে স্থানীয় জনসাধারণের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিযায়ী ও স্থানীয় পাখিসহ জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব ও আইনি দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নাগরিকবৃন্দ এ উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা জানান, “অবৈধভাবে পাখি শিকার বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শেরপুরকে পাখি ও বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top