নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজীও বলেছেন, প্রচারণাকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তারা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন। একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
জুলাই মাসের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা ছাত্রনেতা ওসমান হাদি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন।
সম্প্রতি তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে এসেছেন। নভেম্বর মাসে দেশি-বিদেশি মোট ৩০টি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেন। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে হাদি লিখেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।