নিজস্ব প্রতিনিধি:
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং গুলিটি এখনো তার মাথার ভেতরেই অবস্থান করছে। তিনি বলেন, “হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন। আজ দুপুর প্রায় ২টা ২০ মিনিটে তিনি গুলিবিদ্ধ হন।”
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ বলেন, সিটি স্ক্যানে হাদির মাথার ভেতরে গুলির অস্তিত্ব স্পষ্টভাবে দেখা গেছে। হাসপাতাল পরিচালকের দপ্তর থেকেও তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকার সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, যেখানে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে এভারকেয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।