১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে উদ্যোক্তা মেলা শুরু

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

বিজয় দিবস উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে পাবনার ঈশ্বরদীতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ৫ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রিসোর্টের অভ্যন্তরে ফিতা কেটে ও পায়রা ,বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি ) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোঃ ওয়াহিদ হোসেন এনডিসি ।

আমন্ত্রিত অতিথি উপস্থিত থেকে বক্তব্য দেন খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার, জ্বালানিও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সহধর্মিনী বুশরা হোসেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান সাকি, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের হেড অব অপারেশন ইঞ্জিনিয়ার আল ইমরান সরকার, খায়রুল গ্রুপের সিইও মুনেম তাজ‌ওয়ার অহিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন,সাধারন সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির মন্ডল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর ঈশ্বরদী প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার,আব্দুল জলিল লিচু কিতাব, ট্রাস্ট ব্যাংক দাশুড়িয়া শাখার ম্যানেজার আব্দুস সবুর, সিনিয়র সাংবাদিক ববি সরদার, বিএনপি নেতা আবুল কাশেম, সলিমপুর ইউনিয়ন , যুবদলের সভাপতি সুমন মালিথা, সাধারণ সম্পাদক মশিউর রহমান রতন, যুবদল নেতা সানাউল হক সহ অন্যান্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকসানা আক্তার লাকি ।

নবীন ও তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি, এগ্রো প্রোডাক্ট এবং বহুজাতিক কোম্পানির মেলায় ৫০ টি স্টলের মাধ্যমে উদ্যোক্তা নিজেদের তৈরী খাবার ও বাহারি পন্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন।
বিজয় দিবস ও মেলা উপলক্ষে রিসোর্ট এর প্রবেশমুল্যে (১২-১৬ ডিসেম্বর পর্যন্ত) ৫০ টাকা করা হয়েছে। আট বছরের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং শিক্ষার্থীর জন্য ৩০ টাকা প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top