মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকচোরাচালান ঠেকাতে ৫৯ বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে আবারো আটক করা হয়েছে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় ‘চকো প্লাস’ নেশাজাতীয় সিরাপ।
১২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে—শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও টহল দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম, বিজিওএম) সত্যতা নিশ্চিত করে বলেন,
“শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন। আমরা সীমান্তে সক্রিয় আছি এবং সকল প্রকার মাদক চোরাচালান রোধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।