মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহবায়ক ও তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান বিন হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষ।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা স্লোগান দেয়—
“হাদীর গায়ে গুলি কেন—প্রশাসন জবাব দাও”,
“হাদী ভাই ভয় নাই—রাজপথ ছাড়ি নাই”,
“হাদী ভাইয়ের যদি কিছু হয়—জ্বলবে আগুন ঘরে ঘরে।”
বক্তারা বলেন, “ওসমান হাদীর উপর হামলা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার একটি ঘৃণ্য অপচেষ্টা। হামলাকারী যে দলেরই হোক, তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সশস্ত্র মোটরসাইকেল আরোহীরা ওসমান হাদীর উপর গুলিবর্ষণ করে। ঘটনায় তিনি মাথা ও ঘাড়ে গুরুতরভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদী একটি অটোরিকশাযোগে বাসার দিকে ফিরছিলেন। হঠাৎ দুই মোটরসাইকেলে চারজন হেলমেটধারী এসে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগার পর রিকশা থেমে গেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, হাদীর মাথায় গুলির আঘাত গুরুতর এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম কাজ করছে।