মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের প্রান্তিক চাষির ৪ কেজি দানার হালি রাতের আধারে চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের মতিয়ার রহমানের ছেলে এলাকার প্রান্তিক চাষি গোলাম মহিউদ্দিন (মধু)’র ৪ কেজি হাইব্রিড জাতের পেঁয়াজের হালি গভীর রাতে কেবা কারা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়াদীর পেঁয়াজ চাষি গোলাম মহিউদ্দিন (মধু) হালির আতাল থেকে পরিস্কার করে ক্ষেতে রোপনের জন্য প্রস্তুত করা পেঁয়াজের হালি চুরি হয়ে গেছে। চোর চাক রাতের আধারে ক্ষেতে বসে নেশা করাসহ কৃষকের ৪ কেজি হাইব্রিড জাতের দানার পেঁয়াজের হালি চুরি করে নিয়েছে।
ভুক্তভোগী চাষি গোলাম মহিউদ্দিন (মধু) কান্না জড়িত কণ্ঠে বলেন, ৬/৭ পাখি জমিতে পেঁয়াজ আবাদের জন্য ১৮ হাজার টাকা দরে মোট ৭২ হাজার টাকা দিয়ে ৪ কেজি হাইব্রিড জাতের পেঁয়াজ দানা কিনে চারা প্রস্তুত করি। হালি চারা প্রস্তুত পর্যন্ত আমার ১ লাখের বেশি টাকা খরচ হয়েছে। পেঁয়াজ রোপনের জন্য ক্ষেতও পরিচর্যা করা হয়েছে। আমি বুধবার (১০ ডিসেম্বর) সকালে হালির বীজতলা গিয়ে দেখি কেবা কারা আমার বীজতলা থেকে সব হালি চারা চুরি করে নিয়ে গেছে। আমি তাৎক্ষণিক আশপাশের লোকজন ডেকে দেখাই। এসময় বীজতলাতে মাদক সেবনের বিভিন্ন আলামত চোখে পড়ে। আমার এতে করে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বহরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দীন সরদার বলেন, গোলাম মহিউদ্দিন (মধু) একজন প্রান্তিক কৃষক। আমাদের কৃষি পরামর্শ গ্রহণ করে চাষাবাদে মনোনিবেশ করেছেন। তিনি উন্নত জাতের হাইব্রিড পেঁয়াজ বীজ ক্রয় করে হালি উৎপাদন করেছিলেন। বুধবার শুনতে পারি তার হালি চুরি হয়েছে। এতে চাষির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।