১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাদীর ওপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ প্রতিবাদ সভা,দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় স্থানীয় ছাত্রজনতা ও ইসলামী সমমনা ৮ দলের আয়োজনে শহরের বাসস্টান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।এতে নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহ জালাল হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী, পৌর শাখার সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস, ছাত্র জনতার পক্ষে সাথী আক্তার, বালী তাইফুর রহমান তুর্য প্রমুখ। এসময় বক্তরা শরীফ ওসমান হাদীর ওপর হামলায় জড়িত দোষীদের গ্রেফতারে অন্তবর্তী সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশ শেষে শরীফ ওসমান হাদির সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top