মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সরকারি কলেজের গৌরবোজ্জ্বল পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চলছে সুবর্ণজয়ন্তী উৎসব। এই ঐতিহাসিক মুহূর্তকে আরও রাঙিয়ে তুলতে কলেজের রোভার স্কাউট ইউনিট অসাধারণ সাজে সেজেছে পুরো ক্যাম্পাস।
লাল-সবুজ-হলুদ বেলুন, রঙিন ফেস্টুন, আলোকসজ্জা, হাতে আঁকা ব্যানার আর সুবর্ণজয়ন্তীর লোগো সম্বলিত বিশাল গেট দিয়ে যেন এক খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে পঞ্চাশ বছরের গর্বিত ইতিহাস। রোভাররা সারা রাত জেগে ক্যাম্পাসের প্রতিটি কোণকে শিল্পের ছোঁয়ায় রূপ দিয়েছেন। মূল ফটক থেকে শুরু করে অডিটোরিয়াম, শহীদ মিনার চত্বর, লেকপাড়, এমনকি গাছের গোড়াতেও লাগানো হয়েছে হাজার হাজার ফুলের মালা ও আলোর মিছিল।
রোভার স্কাউট গ্রুপের সেক্রেটারি বলেন, “আমাদের কলেজের পঞ্চাশ বছর মানে শুধু ভবন আর ক্লাসরুম নয়, এ যেন আমাদের পরিবারের পঞ্চাশতম জন্মদিন। তাই রোভার পরিবার সারা রাত জেগে, নিজেদের হাতে হাতে ক্যাম্পাসকে এমন সাজিয়েছে যেন প্রতিটি ইট-পাথরও হাসছে।”
আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব। থাকছে স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি এবং রোভারদের পরিচালনায় বিশাল কনসার্ট।
পঞ্চাশ বছর আগে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল মাত্র কয়েকটা টিনের ঘর নিয়ে, আজ সেই শেরপুর সরকারি কলেজ উত্তরবঙ্গের শিক্ষা-সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু। আর এই গৌরবের পঞ্চাশ বছরে রোভার স্কাউটদের এই অসাধারণ সাজসজ্জা যেন বলছে, “আমরা শেরপুর সরকারি কলেজ, আমরা এখনো জ্বলজ্বলে, এখনো তরুণ!