১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় লেখক পরিষদ রংপুরের নীলফামারী জেলা শাখার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নীলফামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সাহিত্য সভা ব্যাপক সাহিত্যপ্রেমীদের সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও লেখক আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান এবং নীলফামারী শাখার সহ-সভাপতি মো. আব্দুর রউফ চৌধুরী।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী শাখার সভাপতি, বিশিষ্ট কবি ও লেখক মনি খন্দকার। শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।

সাহিত্য সভায় নীলফামারীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবি ও সাহিত্যিকেরা কবিতা আবৃত্তি ও সাহিত্য পরিবেশনায় অংশ নেন।

এদের মধ্যে ছিলেন— এস. কে. মহসিন আলী (জলঢাকা), ক. ক. আব্দুস সোবহান (দিনাজপুর), আজমা আহসান (নীলফামারী), বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার (জলঢাকা), খবির আহমদ (নীলফামারী), রাজ্জাক দুলাল (নীলফামারী), গোলাম ফারুক (ডোমার), মিলি চৌধুরী, প্রকাশ চন্দ্র রায় (কিশোরগঞ্জ), সুনির্মল কুমার রায় (কিশোরগঞ্জ), সুজাউল আজাদ আবির (জলঢাকা), সুবাশ ঋষি লিংকন (নীলফামারী), আনোয়ারুল হক (ডোমার), মো. মোমিনুল ইসলাম (সৈয়দপুর) ও গুলশান আরা মোনা (নীলফামারী) প্রমুখ।

সাহিত্যচর্চার প্রসার, নতুন লেখকদের উৎসাহ প্রদান এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top