এম, এম রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক :
বরিশালের উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী শ্রমিকলীগের উজিরপুর পৌরসভার সহসভাপতি সেলিম রাড়ী প্রকাশ্যে উজিরপুর মডেল থানার সরকারি জমি দখল করে মাটি কেটে মাছের ঘের নির্মাণ করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে নীরবতা অবলম্বন করছে, যা ফলে দখলবাজিকে উৎসাহ দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, “নিষিদ্ধ সংগঠনের নেতা সরকারি জমি কেটে নিজের স্বার্থসিদ্ধি করছেন, আর প্রশাসন কোন ব্যবস্থা নেননি ।
নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ নেতা সেলিম রাড়ী শুধু মাত্র শ্রমিকলীগ নেতা নয়, তিনি কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করছেন। শ্রমিক লীগ নেতা হয়ে বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় ও স্বঘোষিত সাংবাদিক নেতার নিকট আত্মীয় হওয়ার ফলে খোদ উজিরপুর মডেল থানার জমি দখল করে মাটি কেটে নির্মাণ করেছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা আরো চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন —তার ছেলে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি , বর্তমানে নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে দিয়ে দখলবাজিসহ মাছের ঘের নির্মাণে সরাসরি অংশ নিচ্ছেন। নিষিদ্ধ নেতাদের এমন প্রকাশ্য লুটপাট এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে শুনেছি, জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ রকিবুল ইসলাম বলেন , মাটি কাটার বিষয়টি শুনেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে ডেকে আনা হয়েছে, তিনি নিজ খরচে মাটি ভরাট করে দিবে।
এ বিষয়ে আওয়ামী শ্রমিকলীগের উজিরপুর পৌরসভার সহসভাপতি সেলিম রাড়ী কে মোবাইল ফোনে চেষ্টা করলে তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।