মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
‘শুভ কাজে সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) জেলা শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম রাজা। এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মেসবাহুল হক ও আব্দুর রশিদ শাহ, সহ-সভাপতি বাসুদেব রায়, কাশফিয়া নাহরীন এবং শাহ্ মো. আবু মুক্তাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন।
আলোচনা সভায় অধ্যক্ষ মেসবাহুল হক বলেন, অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূল কারণ বেপরোয়া যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য এবং পথচারীদের অসচেতনতা। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু রাষ্ট্রের নয়, নাগরিকদেরও দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে আজাহারুল ইসলাম রাজা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অকালেই ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সচেতনতা বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এই মৃত্যুমিছিল রোধ করা সম্ভব।
মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি গীরেন্দ্রনাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম শাহ ও গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক দীপু রায়, প্রচার সম্পাদক লাবু ইসলাম হৃদয়, অর্থ সম্পাদক সাজু ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।