১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে নবাগত ওসি’র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে মত অভিনয় করেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সাংবাদিকদের সাথে দেখ মত বিনিময় সভায় মুখোমুখি হন।

সভায় উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম খান, সেকেন্ড অফিসার এসআই আল-আমিন, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান আতিক, সহ-সভাপতি এবং দৈনিক বায়ান্ন ও দৈনিক নয়া শতাব্দী’র জেলা প্রতিনিধি মোঃ আমিরুল হক,সভাপতি শহিদুল ইসলাম মিয়া মিলন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তনু শিকদার সবুজ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, সহ-সভাপতি জাহিদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, এবং সমীর কান্তি বিশ্বাস, ইমদাদুল হক রানা, আজমল হোসেনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষা, সামাজিক ও মানবিক কাজে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নিরব চাঁদাবাজি, সড়কে যানবাহনের লাইট ব্যবহারের শৃঙ্খলা, অবৈধ নসিমন করিমন গাড়ি চলাচল সম্পর্কেও অভিযোগ তোলেন গণমাধ্যম কর্মীরা।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার উত্থাপিত সব বক্তব্য মনোযোগসহ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

রাত সাড়ে আটটায় আলোচনা শেষ করে সভা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top