মোঃ আমিরুল হক, রাজবাড়ি প্রতিনিধি:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলার জামালপুর ইউনিয়নের জান্নাতুল মাওয়া কবরস্থানে শহীদ বুদ্ধিজীবী বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ এর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধ প্রকৌশলী আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, শহীদ বুদ্ধিজীবী হারুন অর রশিদের ছেলে মোঃ কাউসার ও পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।