মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উচেন মে, রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মোস্তফা সাইফ ‘জি, সিভিল সার্জন ডাক্তার এস এম মাসুদ, র্যাব-১০ এর ক্যাম্প প্রতিনিধি ডিএডি সুজিত কুমার, জেলা আনসার কমান্ডেন্ট জুয়েল রানা, জেলা এনএসআই এর জেডি এবিএম ফারুক, জেল সুপার মোঃ এনামুল কবির, বিজিবি প্রতিনিধি নায়ক সুবেদার মোঃ হারুন অর রশিদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল হান্নান ও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগন’সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের চোরাচালান ও অপব্যবহার রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যৌথ বাহিনীর পদক্ষেপ গ্রহন, চুরি- ডাকাতি, বালু মহল দুর্নীতি প্রতিরোধ, জেলার টেন্ডার নিয়ে দুর্নীতি, সন্ত্রাসবাদি প্রতিরোধ ব্যবস্থাসহ যে কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা ও জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় জেলার সকল ধরনের অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধকল্পে, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রতীয়মান হয়