১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমান হাদিকে গুলিকারী ফয়সাল করিমের পক্ষে পিটিশন দাখিল করেন মাহফুজার রহমান

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক বলে জানিয়েছে ফ্যাক্টচেক ও অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট

দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে জানায়, আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশন ও ওকালতনামা সংগ্রহ করে তা আইনজীবী মো. মাহফুজার রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে তারা নিশ্চিত হয়েছে যে, পিটিশন দাখিলকারী মাহফুজার রহমান তিনিই। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডির সঙ্গেও পিটিশনে উল্লেখিত তথ্যের হুবহু মিল পাওয়া গেছে।

গত শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে মাহফুজার রহমানের নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, তিনি ফয়সাল করিমের পিটিশন দাখিলকারী ব্যক্তি নন। একই সঙ্গে জামিন আদেশে থাকা ‘অ্যাডভোকেট কায়সার কামাল’ নামটি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল কি না—এই প্রশ্নে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বলেন, এত বড় মাপের আইনজীবী তার মতো একজন জুনিয়র আইনজীবীর পক্ষে হাজির হওয়া সম্ভব নয়।

তবে রোববার আদালত খোলার পর জামিন পিটিশন ও এফিডেভিট সংগ্রহ করে দ্য ডিসেন্ট জানায়, মাহফুজার রহমান তাদের আগের বক্তব্যে অসত্য তথ্য দিয়েছেন। কারণ পিটিশন ও এফিডেভিটে থাকা আইনজীবী মো. মাহফুজার রহমানের নাম, মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি এবং ছবি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ডাটাবেজে থাকা তার তথ্যের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে। এফিডেভিটে যুক্ত ছবিটি ‘Md Mahfujar Rahman (Eliyash)’ নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গেও একেবারে মিলেছে।

ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে দেখা গেছে, মাহফুজার রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় কায়সার কামালের সঙ্গে নিজের ছবি পোস্ট করে তাকে ‘স্যার’ ও ‘প্রিয় অভিভাবক’ হিসেবে উল্লেখ করেছেন মাহফুজার রহমান। ২০২৪ সালের ১৯ নভেম্বর কায়সার কামালের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “অভিনন্দন প্রিয় অভিভাবক ব্যারিস্টার কায়সার কামাল স্যার।”

রোববার সকালে আদালত থেকে সংগৃহীত নথিতে তার নাম ও ছবি থাকার বিষয়ে মাহফুজার রহমানের বক্তব্য জানতে আবারও যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি আদালতে আছেন এবং পরে কল দেবেন। তবে এর পর একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, শনিবার দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘অ্যাডভোকেট কায়সার কামাল’ ও ‘অ্যাডভোকেট মাহফুজুর রহমান’-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল করিম মাসুদকে ছয় মাসের জামিন দেন। এরপর ‘অ্যাডভোকেট কায়সার কামাল’ পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হলে দ্য ডিসেন্ট অনুসন্ধানে দেখে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকায় ‘কায়সার কামাল’ নামে একজনই আছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top