নিজস্ব প্রতিনিধি:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন প্যারাট্রুপার আশিক চৌধুরী বিশেষভাবে নজর কাড়ছেন, কারণ তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে জাম্প করবেন।
রোববার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়।
প্রধান উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন, বিজয়ের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় তিনি দেশবাসীর প্রতি দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।
এই ব্যতিক্রমধর্মী প্যারাট্রুপিং কর্মসূচিকে বিজয় দিবসের তাৎপর্যপূর্ণ শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।