নিজস্ব প্রতিনিধি:
সুদানে ড্রোন হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত ছয় বাংলাদেশি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি গভীর সমবেদনা জানাতে ফোন করেছেন এবং এই ঘটনায় তিনি বিধ্বস্ত। তিনি হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা পৌঁছে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফোনালাপে জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আহত সেনাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে জাতিসংঘের সহায়তা কামনা করেন।
জবাবে আন্তোনিও গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসাসুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আহতদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই ফোনালাপে অধ্যাপক ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।
ফোনালাপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করবে। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।