১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

জামায়াত নেতাদের আমন্ত্রণে মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন করেছে মুক্তিযোদ্ধারা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় তারা এই সিদ্ধান্ত নেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

আলোচনা সভায় জামায়াত নেতাদের উপস্থিতির প্রতিবাদে মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করেন এবং পরে শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিক জরুরি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির প্রতিনিধিদের মঞ্চে স্থান দেওয়ায় তারা আলোচনা সভা বর্জন করতে বাধ্য হয়েছেন। যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে কোনো আপস সম্ভব নয় বলে তারা স্পষ্ট করেন।

তারা আরও জানান, আলোচনা সভায় জামায়াত নেতাদের না রাখার বিষয়ে আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধারা দেরিতে সভায় উপস্থিত হওয়ায় তাদের জন্য আলাদা চেয়ার রাখা হয়েছিল। তবে তারা না বসে হলরুম ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top