মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে চেকপোস্ট স্থাপন করেছে ৭ বিজিবি। একই সঙ্গে বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ৭ বিজিবির তত্ত্বাবধানে বাবুছড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে এ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
৭ বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে কোনো ধরনের অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র কিংবা চোরাচালানি পণ্য পরিবহন যেন না হতে পারে—সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান শরীফ হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ যাতে সীমান্ত ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে বিষয়েও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এলাকাবাসী জানান, বিজিবির এই উদ্যোগের ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
৭ বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে