আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ছাত্রদলের উদ্যোগে মনোহরদী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক প্রধানসহ অন্যান্য দায়িত্বশীল নেতারা নবনিযুক্ত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি মনোহরদীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত ওসির নেতৃত্বে মনোহরদীতে শান্তি-শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার হবে।