মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুর পৌরসভা সম্প্রতি আটটি টেন্ডার লটারির মাধ্যমে আট জনকে বরাদ্দ করা হয়েছে। পৌরসভার ঘোষিত টেন্ডারগুলোর মধ্যে সড়ক মেরামত ও ড্রেইন সংস্কার অন্তর্ভুক্ত ছিল।
১৫ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ ভবনে এ আয়োজন করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, টেন্ডার প্রক্রিয়ার সময় ৫৯ জন আবেদনকারীদের মধ্যে বাছাই করার জন্য লটারির ব্যবস্থা করা হয়েছিল এবং লটারির মাধ্যমে মোট আটটি টেন্ডার বরাদ্দ করা হয়েছে।
টেন্ডার বরাদ্দে যেকোনও ধরনের পক্ষপাত নিষ্পত্তির লক্ষ্যে লটারির মত পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা বজায় রাখা।”
এ সময়ন উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার, ফাহমিদা আফরোজ, মোঃ মিলন মিয়া, প্রকৌশলী গুরুদাসপুর উপজেলা পরিষদ, মোঃ আমিনুল রশীদ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সহ গুরুদাসপুর উপজেলা পরিষদ এবং পৌরসভার কর্মকর্তা উপস্থিত ছিলেন,
লটারির মাধ্যমে টেন্ডার বরাদ্দ পেয়েছেন, আকাশ এন্টারপ্রাইজ (৫,৭৬,৪০৮ টাকা), নাহিদ কন্সট্রাকশন (১,৯৮,০৯২ টাকা), মিলন এন্টারপ্রাইজ (১৩,৪১,১৪৯ টাকা), সাজ এন্টারপ্রাইজ (৬,৯৪,৮৪০ টাকা), বজলু এন্টারপ্রাইজ (৬,৬১,৬৪৬ টাকা), মাই ব্র্যান্ড (১০,৪৪,৪৭৭ টাকা) বুলবুল এন্টারপ্রাইজ (১৪,৮৮,৫৬৪), আল-আমিন ট্রেডার্স (১২,৮০,৫৪০ টাকা)।
লটারির মাধ্যমে টেন্ডার বরাদ্দ হওয়ায় স্থানীয় ব্যাবসায়ী ও উপস্থিত ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন ।