মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে শেরপুরের চাপাতলী মডেল মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার ট্রেইনার মুফতী খলিলুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা ইসরাফিল হোসেন।
এসময় শেরপুর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার আলহাজ মো. মনিরুজ্জামান, ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।