মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে, মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও, ফাহমিদা আফরোজ, পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, ফায়ার সার্ভিস, ব্যাংক, বীমা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছাদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিলন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশিদ,কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জনাব আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সহ গুরুদাসপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।