১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপিত

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে

মঙ্গলবার (১৬) ডিসেম্বর সকালে মাদরাসা ময়দানে দিবসটির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়, যা উপস্থিত সকলের মাঝে গভীর আবেগের সৃষ্টি করে।

শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top