১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান বিজয় দিবস

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক বক্তব্য, দেশাত্মবোধক গান পরিবেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার তাঁর বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও তা বাস্তব জীবনে প্রয়োগ করাই বিজয় দিবস পালনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top