১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গুরুদাসপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে সকাল ৭ ঘটিকায় গুরুদাসপুরে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি গুরুদাসপুর পৌর ভবনের সামনে থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সরক প্রদক্ষিন করে উপজেলা স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শনে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ হয়।
শ্রদ্ধা নিবেদন করেছে, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ও বিএনপির নাটোর ৪ আসনের এমপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ আলী , সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি সহ বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদল, মহিলাদল সহ সহযোগী সংগঠনের নেতা কমীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে আব্দুল আজিজ বলেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। গত ১৭ টি বছর বিএনপির নেতাকর্মীর উপর আওয়ামী সরকার যে নির্যাতন নিপীড়ন হত্যা গুম, সহ যে অন্যায় করেছে ৫ আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আপনারা জানেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন, এবং আমাদের দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top