১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে পথপ্রাণীদের ডিওয়ার্মিং ক্যাম্পেইন করলো এএসবি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে অ্যানিমাল সেভিয়ার্স অব বাংলাদেশ (এএসবি) এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে একটি ডিওয়ার্মিং ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ক্যাম্পাস ও আশপাশের এলাকার ২৫টিরও বেশি পথপ্রাণীকে কৃমিনাশক ট্যাবলেট ও ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই এই কার্যক্রমে অংশ নেন সংগঠনটির সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত চিকিৎসার অভাবে পথপ্রাণীরা নানা স্বাস্থ্যঝুঁকিতে থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখেই বিজয় দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে প্রাণীদের সুস্থতা ও কল্যাণকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।

তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের শুধু স্বাধীনতা নয়, মানবিকতা ও সহানুভূতির শিক্ষা দিয়েছে। সেই চেতনাকে ধারণ করেই আমরা পথপ্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করেছি।

বিজয় দিবসে আয়োজিত এই ডিওয়ার্মিং ক্যাম্পেইন প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। মানুষের স্বাধীনতার পাশাপাশি সকল প্রাণীর প্রতি সহানুভূতিই হোক আমাদের প্রকৃত বিজয়-এমন বার্তাই তুলে ধরেছে এই উদ্যোগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top