১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

দিবসটির প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জোবায়ের হাবিব,সহকারী কমিশনার ভুমি রিজবী আহমেদ সবুজ, থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষ্যে সকাল ৮টায় স্থানীয় চায়না মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গানের তালে ডিসপ্লে প্রদর্শন করে।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও।এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না দেয়া হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো.জোবায়েব হাবিবের সভাপতিত্বে উপজেলার দেড়শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা, হাসপাতাল ও ইয়াতিমখানায় খাবার পরিবেশন,দোয়া মোনাজাত,ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top