নিজস্ব প্রতিনিধি:
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।
বক্তব্যে তারেক রহমান বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের তাৎপর্য স্মরণ করে তিনি বলেন, এই দিনটি যেমন আমাদের বিজয়ের দিন, তেমনি দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে যাবেন।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনে সময় সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দলের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।
তিনি বলেন, লক্ষ্য অর্জনের জন্য দলীয় নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।