১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল দিল্লি, কূটনৈতিক প্রতিবাদ ভারতের

নিজস্ব প্রতিনিধি:

ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারত সরকার। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের প্রতি সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে দিল্লি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। দুই দিনের ব্যবধানে পরস্পরের কূটনীতিক তলবের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার ইঙ্গিত মিলছে।

কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করেই দিল্লির এই পদক্ষেপ। ঢাকায় এক সমাবেশে বক্তব্যকালে তিনি ভারতকে সতর্ক করে বলেন, বাংলাদেশ চাইলে ‘বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গও তোলেন।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে এক বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ২০২৬ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রাক্কালে উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচি প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top