১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে মহান বিজয় দিবস উদযাপন

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

গতকাল (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে আট ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করা হয়। গীতা পাঠ শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মহান বিজয় দিবসের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম এবং বিশেষ অতিথি আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান। এছাড়াও মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, সাহিত্যেক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্সে, আনসার ভিডিপি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাস্ট শেষে তাদের কুচকাওয়াজ প্রদর্শন করে।

দ্বিতীয় পর্বে বেলা সাড়ে বারো ঘটিকার সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top