মো.সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জলঢাকা উপজেলা সাবরেজিস্টার অফিসে হামলা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলিল লেখক ও নকল নবীশ সমিতির সদস্যরা।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিসের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে অফিস কার্যালয়ে ঢুকে দলিল লেখকদের নন-জুডিশিয়াল স্বাক্ষরকৃত স্ট্যাম্প, ফাঁকা স্ট্যাম্প এবং সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়—এমন অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার, নজরুল ইসলাম সরকার, আব্বাস হোসেন সরকার ও নুর আলম (জিকু) সরকারসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ পুলিশি হয়রানির মাধ্যমে ভীতি সৃষ্টি করে নন-জুডিশিয়াল স্বাক্ষরকৃত স্ট্যাম্প ও প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের দলিল লেখা বা সম্পাদনায় অংশ নেবেন না। এ ঘোষণা দিয়ে তারা কলমবিরতির মাধ্যমে কাজ বন্ধ রাখার কথা জানান। পাশাপাশি অভিযুক্ত আনোয়ার হোসেনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগও তোলা হয়। বক্তাদের ভাষ্য অনুযায়ী, চাঁদা না দেওয়ায় বিভ্রান্তিকর অভিযোগ তুলে আন্দোলন সৃষ্টি করা হয়েছে এবং তদন্ত চলমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তি অফিসে উপস্থিত না থাকলেও দলিল লেখকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
কর্মসূচি শেষে দলিল লেখক ও নকল নবীশ সমিতির সদস্যরা জলঢাকা থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।