১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরিবাবুর উদ্যোগে অনাথ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনাথ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় পরিবাবু’র উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার, নীলফামারী সদর। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব। শীত মৌসুমে অনাথ ও প্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নীলফামারী সদরের বিভিন্ন এলাকার সামাজিক ব্যক্তিত্বরা। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগী অনাথ ও প্রতিবন্ধীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকাবাসী মনে করছেন, পরিবাবু’র এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top