মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরমপুর ইউনিয়ন বিএনপি যুবদলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন যুবদলের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বহরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবু এর সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, জেলা যুবদলের সদস্য মোঃ জুয়েল রানা, নবাবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শামীম হোসেন, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মিল্টন, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ বকুল, বহরপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম শেখ সহ ইউনিয়ন, ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে। এই নির্বাচনকে ঘিরেই দেশি-বিদেশি বিভিন্ন চক্র ষড়যন্ত্র করে আসছে। আমাদেরকে কোনভাবেই ষড়যন্ত্রের মধ্যে পা দেওয়া চলবে না। ইতিপূর্বে দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং চলে আসছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের রাজবাড়ী ২ আসনের জন্য সাবেক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুনকে ধানের শীষের জন্য মনোনীত করেছেন। আমরা চাইবো কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় অর্জন করতে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে ফ্যাসিবাদ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিভিন্নভাবে হামলা মামলা নেতাকর্মীদের নির্যাতন করে দলকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। জুলাই আন্দোলনে ছাত্র জনতার শক্ত পদক্ষে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ গঠনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বিএনপি সরকার নিত্য প্রয়োজনীয় সকল কিছু দাম নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক যাতে ন্যায্য মূল্যে হাতের কাছে সার, বীজ, ডিজেল সময় মত পাবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই মন্ত্রে বিএনপি বিশ্বাস করে। সকলের নিকট ধানের শীষে ভোট চেয়ে সভা সমাপ্ত করা হয়।
এ সময় বহরপুর, ইসলামপুর ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যুবদলের নেতৃবৃন্দ সহ সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন