রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে শীতের কষ্টে জড়ানো মানুষগুলোর মুখে একটু হাসি ফুটানোর চেষ্টায় উষ্ণতার উপহার পেলেন শীত বস্ত্র।
আজ বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) সকালে গ্রীণ জুয়েলস্ কিন্ডারগার্ডেন স্কুল চত্ত্বরে ইউনিভার্সিটি এমিটি ফাউন্ডেশনের সহযোগিতায় দরিদ্র বয়স্ক মানুষদের হাতে এ শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা পি এম আজাদ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহবুবুর রহমান পলাশ।
ঈশ্বরদী নাগরিক জোটের সদস্য সচিব ও দৈনিক আলাপের সম্পাদক আশিকুর রহমান লুলু এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া রতন, গ্রীণ জুয়েলস্ কিন্ডারগার্ডেনের উপাধ্যক্ষ মিতা বিশ্বাস, শিক্ষক অঞ্জনা দাস, শাহানা ইসলাম, শারমিন লুনা, শারমিন সুমী, অনিতা কুন্ডু, শফিকুল ইসলাম প্রমূখ