১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবের মনোনয়নপত্র উত্তোলন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:

পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসন আপষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০’র সৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক, পাবনা জেলা বিএনপির সুযোগ্য সফল আহবায়ক ও ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের এমপি পদপ্রার্থী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামানের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন বিএনপির নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র উত্তোলনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধানের শীষের ঈশ্বরদীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, বিএনপি একটি বৃহৎ এবং সুশৃংখল দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মন জয় করে ঈশ্বরদীসহ সারা বাংলাদেশে বিএনপির প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। আওয়ামী লীগ চলে গেলেও তাদের পেতাত্মারা এখনো এদেশে রয়ে গেছে।

তিনি আরো বলেন, হাবিবুর রহমান হাবিব একজন পরীক্ষিত মানুষ। এ অঞ্চলের মানুষের সুখে দুখে আপদে-বিপদে সব সময় আপন মানুষের মতো ছায়া হয়ে থাকেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হলে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। আজ থেকে দলের নেতাকর্মীরা সমস্ত দ্বিধাদ্বন্দ ভুলে একে অপরের হাতে হাত রেখে নির্বাচনে জয়ী হওয়ার জন্য কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, নুরুল ইসলাম আক্কেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, যুবনেতা প্রতীক, আকরাম রায়হান বাবু, মীর তুহীসহ বিএনপি, শ্রমিক দল, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top