১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন, নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ডিইএমও, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারীর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

আলোচনা সভায় বক্তব্য দেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক নুরজাহান খাতুন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন এবং অভিবাসন প্রত্যাশী আল আমিন ইসলাম।

সভায় বক্তারা দক্ষতা অর্জনের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ গমনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দালালচক্রের প্রলোভন থেকে দূরে থাকার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান।

নীলফামারী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা বলেন, “দক্ষ জনশক্তি তৈরিতে নীলফামারী টিটিসি একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। এখানে শুধু প্রশিক্ষণই নয়, বিদেশ যাওয়ার আগে ও পরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া টিটিসিতে একটি প্রবাসী কল্যাণ ডেক্স চালু রয়েছে।”

প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক নুরজাহান খাতুন জানান, এ পর্যন্ত নীলফামারী শাখা থেকে এক হাজার ৪৫০ জন বিদেশগামীকে মোট ৩৭ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জাপানগামীদের জন্য ভাষা শেখার উদ্দেশ্যে বিশেষ ঋণ সুবিধা রয়েছে, যেখানে ৩ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বাংলাদেশের উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। সরকার তাদের সম্মানিত করছে এবং নানামুখী সহায়তা প্রদান করছে।”
তিনি আরও বলেন, “কারিগরি প্রশিক্ষণ নিয়ে এবং সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের সঠিক তথ্য জেনে বিদেশ যেতে হবে। কোনোভাবেই দালালদের খপ্পড়ে পড়া যাবে না।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top