মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির নীলফামারী ইউনিটের উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের রেডক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, ইউনিট সদস্য আসাদুজ্জামান খান রিনো, আলিফ সিদ্দিকী প্রান্তর, সৈয়দ মেহেদী হাসান আশিক, ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম এবং যুব ইউনিটের সহ-প্রধান ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতে নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। মানবিক দায়িত্ববোধ থেকে রেডক্রিসেন্ট সোসাইটি প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম জানান, তালিকাভুক্ত দুঃস্থ চার শতাধিক মানুষের মাঝে একটি করে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে, যাতে তারা শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারেন।